West Bengal BDO Income Certificate & Residential Certificate Online Application

পশ্চিমবঙ্গের অনলাইনে ইনকাম সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি। জেনে নাও কিভাবে অনলাইনে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। অনলাইনে বিডিও অফিসে ইনকাম ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এর আবেদন। স্কলারশিপের জন্য অনলাইনে ইনকাম সার্টিফিকেটের আবেদন পদ্ধতি।

WB online Income Domicile Certificate

বিভিন্ন স্কলারশিপ, চাকরি অথবা পরীক্ষার আবেদনের ক্ষেত্রে বাৎসরিক ইনকাম সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট (Residential Certificate) প্রয়োজন হয়। সাধারণ ক্ষেত্রে এই ইনকাম সার্টিফিকেট অথবা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রদান করে থাকেন BDO অথবা SDO অফিসার। কেবলমাত্র গেজেটেড অফিসার দ্বারা সার্টিফিকেটই সবক্ষেত্রে গ্রহনযোগ্য হয়।

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা সহজেই অনলাইনের মাধ্যমে এই ইনকাম হার এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। বেশ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সরকার e-District Portal নামে একটি ওয়েবসাইট চালু করে।

এই e-District Portal-এর মাধ্যমে অনলাইনে নিজের নিজের BDO অফিস অথবা SDO অফিসে ইনকাম সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের এক সপ্তাহের ভেতর আবেদনকারী সেই সার্টিফিকেট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে।

ডাউনলোড করা সার্টিফিকেটে e-Signature করা থাকবে যার ফলে এটি সর্বত্রই গ্রহণযোগ্য হবে। এই সার্টিফিকেট এর বৈধতা থাকবে ৬ মাস পর্যন্ত তারপর আবার নতুন করে আবেদন করতে হবে। নিচে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি বর্ণনা করা হলো।

Read More, Apply Online for EWS Certificate in West Bengal

অনলাইনে ইনকাম সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আবেদন পদ্ধতি

প্রথম ধাপ: সবার প্রথমে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সরকারের কি e-District portal এর ওয়েবসাইট https://edistrict.wb.gov.in এ প্রবেশ করতে হবে। এইখান থেকে আবেদনকারী সহজেই income certificate এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

দ্বিতীয় ধাপ: এরপর আবেদনকারীকে ওয়েবসাইটের মধ্যে Citizen Registration লিংকে ক্লিক করে, নিজের কিছু প্রাথমিক তথ্য (নাম, মোবাইল নাম্বার, ইমেল এবং ঠিকানা) দিয়ে এই ওয়েবসাইটে নিজের একটা অ্যাকাউন্ট খুলতে হবে।

অ্যাকাউন্ট খোলার সময় আবেদনকারী নিজের পছন্দ মত Username এবং Password তৈরি করতে পারবে, যা পরবর্তীতে তাদের এই ওয়েবসাইটে Login করতে সাহায্য করবে।

তৃতীয় ধাপ: Citizen Registration সফলভাবে সম্পূর্ন হয়ে গেলে এরপর নিজের Username এবং Password দিয়ে এই ওয়েবসাইটে Login করতে হবে। তারপর ‘Certificates‘ অপশনে ক্লিক করার পর যে সার্টিফিকেটের (ইনকাম সার্টিফিকেট / স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট) জন্য আবেদন করতে চাও সেটি বাছতে হবে।

চতুর্থ ধাপ: নির্দিষ্ট সার্টিফিকেট বাছাই করার পর, সেই লিংকে ক্লিক করলে একটি অনলাইন আবেদন ফর্ম পাওয়া যাবে। আবেদনকারীকে সেই অনলাইন ফর্মটি সমস্ত তথ্য (যেমন – নাম, জন্মতারিখ, আধার নাম্বর, মোবাইল নাম্বার, ইমেইল, ঠিকানা ইত্যাদি) দিয়ে পুরণ করতে হবে। তারপর ‘Save & Next বটনে ক্লিক করতে হবে।

পঞ্চম ধাপ: এই ধাপে আবেদনকারীকে আরও বেশ কিছু তথ্য প্রদান করতে হবে। যেমন – আবেদনকারীর পিতামাতা অথবা স্বামীর নাম, আবেদনকারীর স্থায়ী ঠিকানা, আবেদনকারীর বাৎসরিক আয়ের তথ্য অথবা স্থায়ী বাসস্থানের তথ্য এবং আবেদন করার কারণ।

ষষ্ঠ ধাপ: উপরের সমস্ত ধাপ গুলি সম্পূর্ণ করার পর, আবেদনকারীকে বেশকিছু প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে সেই আবেদনের সঙ্গে। নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন-

  1. আবেদনকারী ছবি।
  2. আবেদনকারীর স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র (আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট / রেশন কার্ড / সেনা পরিচয় পত্র / স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট SDO থেকে প্রাপ্ত / কোন সরকারী পরিচয় পত্র )।
  3. বাৎসরিক আয়ের প্রমাণ পত্র (স্যালারি সার্টিফিকেট / মিউনিসিপ্যালিটি অথবা গ্রামপ্রধান কাছ থেকে প্রাপ্ত ইনকাম সার্টিফিকেট / ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল / Form-16)।

সপ্তম ধাপ: অনলাইন আবেদন পদ্ধতি সম্পূর্ণ হয়েছে। এবার আবেদনের প্রমাণস্বরূপ ফিলাপ করা আবেদন ফর্মটি ডাউনলোড করে রাখতে পারো। এই আবেদন ফর্মে একটি ‘APPLICATION NUMBER (AIN)’ থাকবে, এটি লিখে রাখো, ভবিষ্যৎ প্রয়োজনের জন্য।

আষ্টম ধাপ: আবেদনকারী সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে, আবেদন করার এক সপ্তাহের মধ্যে ইনকাম অথবা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করা যাবে, এর জন্য আবেদনকারীকে BDO অথবা SDO অফিস যেতে হবে না। আবেদনকারী e-District Portal এ Login করে সহজেই নিজের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে।

অনলাইনে আবেদন করার পর আবেদনকারী নিজের আবেদনের স্ট্যাটাস অনলাইনে জানতে পারবে। যদি এক সপ্তাহের মধ্যে সার্টিফিকেট পাওয়া না যায়, তাহলে আবেদনকারীকে Application Number (AIN) সহ BDO অথবা SDO অফিসে যোগাযোগ করতে হবে।

কোন ব্যক্তি যদি কেউ সম্পূর্ণ আবেদন পদ্ধতি কোনো ‘সহজ তথ্য মিত্র কেন্দ্র’ থেকে করেন তাহলে সেই ব্যক্তিকে 40-50 টাকা দিতে হবে আবেদন ও প্রিন্ট বের করার জন্য।

আরো জানুন, কিভাবে অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের আবেদন করা যাবে।

ইনকাম সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ডাউনলোড পদ্ধতি

অনলাইনে আবেদন করার এক সপ্তাহের মধ্যে আবেদনকারী নিজের বাৎসরিক ইনকাম অথবা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট e-District ওয়েব সাইটে লগ ইন করে ডাউনলোড করে নিতে পারবে। সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়ার পর সেটি প্রিন্ট আউট করে নিয়ে যেকোনো জায়গায় সেটি ব্যবহার করা যাবে।

সার্টিফিকেট ডাউনলোড করার পর সেটি ৬ মাস পর্যন্ত বৈধ থাকবে। তারপর প্রয়োজন হলে প্রার্থীকে আবার নতুন করে আবেদন করতে হবে। ডাউনলোড করার সার্টিফিকেটে BDO বা SDO-এর Digital Signature করা থাকবে। হলি আবেদনকারীকে আর BDO অথবা SDO অফিস যেতে হবে না।

English, Read this Complete Article about About West Bengal Online Income and Residential Certificate Application in English.

হেল্পলাইন ফোন নাম্বার

অনলাইনে ইনকাম সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার সময় অথবা আবেদন করার পরে যদি কোন সমস্যা হয়, আবেদনকারী সহজেই 18003453011 অথবা 033-22901721 ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে।

এই ছিল পশ্চিমবঙ্গে অনলাইনে ইনকাম সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এর আবেদন পদ্ধতি। এরপরেও তোমাদের যদি কোন সমস্যা অথবা প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে তা জিজ্ঞাসা করতে পারো আমরা তোমাদের যথারীতি সাহায্য করার চেষ্টা করব।

Share on:

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and loves to create & shares study-related content on the internet. I always try to serve you the best and correct information.

73 thoughts on “West Bengal BDO Income Certificate & Residential Certificate Online Application”

  1. SIR AMI KAL APPLY KORCHI. AMI JADI SEI RECIVE COPY NIYE BDO OFFICE A JAI TAHOLE AMAKE KI SATHE SATHEI INCOME CERTIFICATE DIYE DIBE??

    Reply
    • Hello Subham, yes you can visit to your BDO office with the Application Acknowledgement copy. They will approve your application.

      Reply
    • আবেদন ফর্ম এর Acknowledgement কপিটা নিয়ে BDO অফিসে দেখা করো। ওনারা তোমার ডকুমেন্টস ভেরিফাই করে আবেদন approved করে দেবেন।

      Reply
  2. স্যার আমি B.D.O. কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর জন্য এপ্লাই করেছি কিন্তু আমার আধার কার্ডে এড্রেস টা ভুল আছে তাহলে কি আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পাবো?

    Reply
    • Hello Sayantik, if your Municipality/Panchayet office provides you the residential certificate with the correct address, then you may not face any issue.

      Reply
  3. মহাশয় আমি BDO INCOME সার্টিফিকেট এর জন্য আবেদন করেছিলাম আমাকে আবেদন পত্র send back করেছে , এবং বলেছে যে plz uplode income proof, signed by GP staff.আমি GP থেকে দেওয়া ইনকাম সার্টিফিকেট আপলোড করেছি। দয়া করে বলুন কি করবো

    Reply
    • নমস্কার, পঞ্চায়েতের সেক্রেটারি মহাশয়ের সই ইনকাম সার্টিফিকেট এর মধ্যে প্রয়োজন। তারপর আপনি, সেই সার্টিফিকেট অনলাইন e-portal এ করুন।

      Reply
  4. Dear sir, 2020 te ki kono rokom rules er change hoyeche?mane eta ki ekhono online pawa jbe BDO office na giye within 4-5days ?

    Reply
  5. Sir, ami Income certificater janya online application korachilam BDO’r kache, but my application status is shown in sight as “PHOTO ATTESTATION TO BE DONE BY PRADHAN AND COUNTERSIGNED BY EXECUTIVE ASSISTANT”. Then amake ki karte hobe. please tell me.

    Reply
    • Hello Sanat, পঞ্চায়েত থেকে আবার একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আস্তে হবে, যেখানে প্রধান এর সই এর সাথে EXECUTIVE ASSISTANT এরও সই থাকবে। তা হলে ইনকাম সার্টিফিকেট বৈধ মানা হবে না।

      Reply
  6. Sir Ami Ayan Bhattacharya. Ami scholarship ar jono abedon korbo.kintu 60,000 ar kom dekate Hobe. Kintu bdo bol6e 60,000 ar besi hote Hobe .nobanno scholarship ar jono to 60,000 ar kom hote hobe.sir aktu bole din please

    Reply
    • Hello Enjamamul, BDO will issue income certificate as per your family income. They will not give you a certificate, as you want.

      Reply
  7. Sir ami amar phone thaka income certificate ar form puron korar somay csc fees bola jata dakhacha sata bujta parchina

    Reply
    • Jodi tui kono CSC (govt. cyber caffe) theke oi application ta koro tahole tomake oi taka ta pay korte hobe. Jodi, tumi application ta nije bari theke koro, tahole kono fees lagbe na.

      Reply
  8. sir ami swami vivekananda scholarship er jonno abedon korbo to ami income certificate er jonno abedonkarir jaygay ki amar babar nam debo?? plz reply

    Reply
    • Hello Chandan, to validate the signature on Income Certificate, you will need to open this pdf file from computer. You may visit to any cyber cafe for this.

      Reply
  9. Sir,
    আবেদনকারী ছবি, আবেদনকারীর স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, বাৎসরিক আয়ের প্রমাণ পত্র a gulo ki pdf. format a upload korte hobe na jpej. format a upload korte hobe? Please janan.

    Reply
    • Hello Amalendu, you can upload these supporting documents either in jpg format or in pdf format. The size of the document must be in between 100Kb.

      Reply
    • Hello Sanjay, Income certificate from BDO is mandatory to apply Swami Vivekananda Merit cum Means Scholarship scheme.

      Reply
  10. Sir, ami sanjay Das ami aj amader bdo officese income certificater jny
    Aplication form ti jama diye chhi kintu jini jama niyese tini balesen amake police station theke NOC certificate tule okhane jma dite tahale naki tara tari habe kintu ami jdi NOC Certificate na dei tahle kt din lagbe balte paren?

    Reply
    • Hello Sanjay, generally Police NOC/Verificate certificate does not require for Income Certificate Application. But if your BDO office want this, then visit to your nearest police station and write an application, requesting a verification/NOC certificate. They will give you the certificate within 1 or 2 days.

      Reply
  11. Sir Ami Ayan Bhattacharya. Ami scholarship ar jono abedon korbo.kintu 60,000 ar kom dekate Hobe. Kintu bdo bol6e 60,000 ar besi hote Hobe .nobanno scholarship ar jono to 60,000 ar kom hote hobe.sir aktu bole din please.

    Reply
  12. Dada first bar income certificate ber korar jonno ki bdo office e jete hobe naki online ei ber kora jabe? please answer me

    Reply
  13. Dada ami jodi BDO office jai online a apply na kori tobe ki BDO office theke seta deoa hobe ???offline a income certificate ki BDO theke deoa hoi??

    Reply
    • Hello Dipankar, probably you cannot apply offline for BDO Income certificate. Apply through Online mode only. Although contact once with your BDO Office.

      Reply
  14. Dada amar barir Deed er age akhono to 15 years hoini……ta hole ami SDO residential certificate ta kivabe pate pari…….ektu jodi bolen

    Reply
        • Hello Samiran, take a print out the Application copy for the WB E-district website and visit your SDO office. They will issue the domicile certificate immediately for you. Must carry all the other documents also.

          Reply
  15. Sir ami subhadeep cu te philosophy te m.a. korchi ami graduation e 65% peyechi….aami ki amar familir income ta municipality r kono high grade er officer ke diye korale hbe..plz reply…very urgent…????????????

    Reply
  16. sir ami svmcm scholershipr jonno apply korbo,amk ki BDO ba SDO office thekei income certificate nite hobe na panchayet ba municipality theke nile hobe?r ki nebar por efidevide korte hobe?pls rply soon.

    Reply
    • Upload your Guardian’s Income Certificate issued by Gram Panchyet Pradhan or Chairman of the Municipality.

      Reply
  17. Sir ami SDO lable a domicile certificate jnno online a abedon korechi to amake ki police verification korte hobe naki online a certificate peye jabo

    Reply
    • Hello Sudip, no need to Police verification for SDO Domicile certificate. Just apply online, upload the documents and after few days download the e-verified documents. That’s all.

      Reply
    • Hello Sapnam, visit to any cyber cafe and they can easily verify the signature with some software certificates. Then you can get Signature vertifed certificate.

      Reply
  18. আমি সমস্ত ফ্রম ফিলিপ করেছি । আখন certificate কি ভাবে download করবো?

    Reply
    • Hello Haidar, login with your username and password and then you will select ‘Certificate’ option. There you can check your application status. If the verification already completed by the authority, you can download the pdf from the same page.

      Reply
    • নবান্ন স্কলারশিপ এর জন্য কী ইনকাম সাটিফিকেট এ বি বি ও এর সই এর প্রয়োজন?

      Reply
  19. যদি তথ্যমিত্র কেন্দ্র বাদে আমি নিজে এই প্রক্রিয়াটি করি তখনো কি 40-50Rs. দিতে (Pay করতে) হবে ।

    Reply

Leave a Comment