WBPSC Food Supply SI Admit Card 2018 Download & Exam Date

WBPSC Food Supply SI Admit Card 2018 Download. West Bengal Public Service Comission Food Sub Inspector Exam 2018 Admit Card Download and Exam Date. WBPSC Food SI Admit Card. পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের Food SI Recruitment-এর Admit Card ডাউনলোড। ফুড সাব ইন্সপেক্টর লিখিত পরীক্ষা পরীক্ষা হবে 27 শে জানুয়ারি 2019 সালে দুপুর ১ টা থেকে ২:৩০ পর্যন্ত।

wbpsc food supply si admit card 2018

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) Food Supply Sub Inspector recruitme 2018 পরীক্ষা হবে 27 শে জানুয়ারি 2019 সালে। West Bengal Public Service Commission Food Supply SI Exam 2018 এর সমস্ত তথ্য যেমন পরীক্ষার সিলেবাস, পরীক্ষা কেন্দ্র ও প্রশ্নপত্রের ধরন আগেই বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছে। আজ আমরা জেনে নেব কিভাবে, WBPSC Food SI Exam 2018 পরীক্ষার Admit Card ডাউনলোড করা যাবে।

WBPSC Food SI Exam 2018 পরীক্ষা হবে 27 শে জানুয়ারি 2019 সালে দুপুর ১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত (দেড় ঘণ্টা)। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এই Food SI Recruitment 2018 পরীক্ষার্থীর জন্য অনলাইনে আবেদন করেছে তাই 11 লক্ষ 6 হাজার পরীক্ষার্থী। এই চাকরির মোট শূন্যপদ 957 টি।

WBPSC Food Supply SI Exam 2018 পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য

West Bengal Food Sub Inspector exam 2018 সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করা হলো।

পরীক্ষার নাম পশ্চিমবঙ্গ ফুড সাব ইন্সপেক্টর
ব্যবস্থাপক পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
পরীক্ষার তারিখ 27 শে জানুয়ারি 2019
অ্যাডমিট কার্ড ১৫ই জানুয়ারি ২০১৯
মোট শূন্যপদ 957 টি
পরীক্ষার ধরন MCQ টাইপ 100 নম্বরের

 

WBPSC Food Supply SI Admit Card 2018 Download

West Bengal Public Service Commission Food Sub Inspector Recruitment 2018 পরীক্ষা হবে 27 শে জানুয়ারি 2019 সালে। এই পরীক্ষার Admit Card ১৫ই জানুয়ারি PSCWB অফিসিয়াল ওয়েবসাইট (www.pscwbapplication.in) থেকে ডাউনলোড করা যাবে। অর্থাৎ জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে WBPSC Food SI Exam Admit Card ডাউনলোড করা যাবে।

WBPSC Food Supply SI Admit Card 2018 ডাউনলোড করার জন্য নিচে উল্লেখিত ধাপগুলি অনুসরন করুন।

ধাপ-১: Admit Card ডাউনলোড করার জন্য সবার প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটা হল – www.pscwbonline.gov.in

ধাপ-২: এই ওয়েবসাইটে আসার পর Download Admit Card / Call Letter অপশনে ক্লিক করতে হবে। তারপর Download Admit Card for Food Sub Inspector in Subordinate Food & Supplies Service লিঙ্কে ক্লিক করে, Candidate’s First Name এবং Date of Birth দিয়ে SUBMIT বটনে ক্লিক করতে হবে।

WBPSC Food Si exam admit card download

ধাপ-৩: উপরের ধাপগুলো সম্পূর্ণ করলেই নিজের এডমিট কার্ড পেয়ে যাবেন। এরপর সেটিকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।

Read More, Download WBPSC Food Supply SI Exam 2018 full Syllabus in Bengali Version.

27 শে জানুয়ারি অর্থাৎ লিখিত পরীক্ষার দিন প্রার্থীকে অবশ্যই এডমিট কার্ডটি সাথে করে পরীক্ষা কেন্দ্রে নিতে হবে। এই এডমিট কার্ডের সাথে যে কোন একটি সচিত্র পরিচয় পত্র নিয়ে যেতে হবে যেমন – আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। সচিত্র পরিচয় পত্র ছাড়া এই এডমিট কার্ডটি বৈধ বলে গ্রাহ্য করা হবে না।

WBPSC Food SI Exam 2018 Exam Centres / পরীক্ষা কেন্দ্র

ফুড সাব ইন্সপেক্টর লিখিত পরীক্ষার জন্য WBPSC রাজ্যে মোট তিন হাজারেরও বেশি পরীক্ষা কেন্দ্রর ব্যবস্থা করবে। এ বিশাল সংখ্যক পরীক্ষার্থী নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীর বাড়ির ঠিকানা কাছেই দেওয়ার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই পরীক্ষা কেন্দ্র হবে। পরীক্ষার্থী চাইলেও নিজের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে পারবে না।

শূন্য পদের সংখ্যা / Total Vacancy

WBPSC Food SI Recruitment 2018 exam এর মোট শূন্য পদের সংখ্যা হল 957 টি। এর মধ্যে 454 টি পর সংরক্ষিত এবং বাকি পথ গুলি তফসিলি জাতি (208 টি), তফসিলি উপজাতি (58 টি), অন্যান্য অনগ্রসর জাতি (167 টি), প্রাক্তন সমরকর্মী (50 টি) ও খেলোয়াড়দের (20 টি) জন্য সংরক্ষিত।

Read More, WBPSC Food Sub Inspector 2018 Exam Question Patten and Job Salary.

WBPSC Food SI Exam Pattern / পরীক্ষা পদ্ধতি

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের Food SI Recruitment-এর প্রার্থী বাছাই করা হবে দুটি ধাপের মাধ্যমে – প্রথম ধাপে লিখিত পরীক্ষা (100 নাম্বারের) এবং দ্বিতীয় ধাপে পার্সোনালিটি টেস্ট (20 নাম্বারের)।

প্রথম ধাপে প্রার্থীকে 100 নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হবে। এই লিখিত পরীক্ষায় সমস্ত প্রশ্ন হবে MCQ type-এর। এই 100 নাম্বারের পরীক্ষার জন্য বরাদ্দ সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা হবে 27 শে জানুয়ারি 2019 সালে দুপুর ১ টা থেকে ২:৩০ পর্যন্ত । লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে পাটিগণিত (Arithmetic) এবং জেনারেল স্টাডিজ (General Studies) বিষয় থেকে।

এই ছিল West Bengal Public Service Commission Food SI Exam Admit Card 2018 সম্পর্কে বিস্তারিত তথ্য। যদি তোমাদের আর কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট করে জানাতে পারো। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় পাস করার জন্য একমাত্র উপায় প্র্যাকটিস। তাই তোমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও।

Share on:

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and loves to create & shares study-related content on the internet. I always try to serve you the best and correct information.

2 thoughts on “WBPSC Food Supply SI Admit Card 2018 Download & Exam Date”

    • Hello Saddam, if you fill the application form correctly and paid the fees, then your application must be accepted. You can also check by log in your Enrolment number and password from this website,www.pscwbonline.gov.in.

      Reply

Leave a Comment