WBBPE Primary TET Interview Questions – Tips & Tricks, Dress Code and Experience

WBBPE Primary TET Interview Questions: Recently West Bengal Board of Primary Education (WBBPE) published the official notification regarding the Interview process. TET 2014 passed candidates can appear this WBBPE Primary TET Interview and documents verification process. Here I discuss all the important topics about West Bengal Primary TET Interview process, documents verification, questions for the interview, tips, dress code and also some experience.

WBBPE Primary TET Interview Questions

As per the official notification, WBBPE Primary Interview will be conducted from 10.01.2021 to 17.01.2021 for the selected candidates on the every DPSC (District Primary School Council).

Currently, the total vacancies for this WB Primary TET 2014 interview (2nd Phase) are 16,500.

পশ্চিমবঙ্গ প্রাইমারি TET পরীক্ষার ইন্টারভিউ পদ্ধতি এবং বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি ইন্টারভিউ-এ সাধারণত ‌জিজ্ঞাসা করা হয়ে থাকে।

WBBPE Primary TET Interview – Overview

Here are some important information about West Bengal Primary TET Interview process. Get all the info in this table.

Exam NamePrimary TET
Conducting ByWest Bengal Board of Primary Education
Total Vacancy16,500
Interview date10th to 17th January 2021
Websitewbbpe.org

Documents Verification Process

যেদিন DPSC-তে আপনার ইন্টারভিউ থাকবে, সেই দিনেই ইন্টারভিউয়ের আগে আপনার সমস্ত অ্যাকাডেমিক কাগজপত্র যাচাই করা হবে। সমস্ত ডকুমেন্টস অরিজিনালের সাথে মিলিয়ে দেখা হবে। অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় আপনি যেসব তথ্য দিয়েছিলেন, সেইগুলিও যাচাই করা হবে।

তাই যেদিন আপনার ইন্টারভিউ থাকবে, সেদিন আপনার সমস্ত ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে। এখানে বেশ কিছু ডকুমেন্টস এর একটা লিস্ট করে দিলাম।

  1. Online Application Form.
  2. Online Interview Application Form.
  3. Madhyamik Admit Card, Marksheet & Certificate.
  4. HS Admit, Marksheet & Certificate.
  5. Graduation Marksheets & Certificate (if applicable).
  6. D.El.Ed Training Marksheet & Certificate.
  7. Caste Certificate (if any).
  8. Aadhaar Card / Voter Card.
  9. Extracurricular Certificate (if any).

এছাড়াও আপনার কাছে যদি আর কোন গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ডকুমেন্টস থেকে থাকে, তাহলে সেটিও সাথে করে নিয়ে যাবেন।

Read More, Best Books for WB Primary TET Exam Preparation

WB Primary TET Interview Questions

এবার আসা যাক প্রাথমিক ইন্টারভিউয়ের বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। সাধারনত বেশিরভাগ প্রার্থীকে ইন্টারভিউয়ে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে।

Learn more about the important question for WBBPE Primary TET Interview. Generally these questions will ask to candidates on their Interview.

Here, I will mention some common as well as some advance question/topics for Primary TET interview.

1. Tell Something about Yourself. সাধারণত সব ধরনের ইন্টারভিউ এই প্রশ্নটিই করা হয়ে থাকে। ‘নিজের সম্পর্কে কিছু বলুন’। এই প্রশ্নের উত্তরে প্রার্থী, তার নিজের নাম, এলাকার নাম, থানা ও জেলার নাম বলতে পারে। এছাড়াও নিজের প্রাথমিক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন এবং D.El.Ed ট্রেনিংয়ের উল্লেখ করতে পারে (অবশ্যই পাস করার সাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ)।

2. আপনি যদি নির্দিষ্ট কোন বিষয়ে গ্রাজুয়েশন করে থাকো, তাহলে সেই বিষয়ে থেকে আপনাকে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে।

3. আপনার এলাকায়/থানায় কি কি দর্শনীয় স্থান আছে এবং কোন মনীষীর নাম সেই এলাকার সাথে যুক্ত কিনা, তা জিজ্ঞাসা করা হয়ে থাকে। সুতরাং ইন্টারভিউ যাওয়ার আগে আপনার নিজের এলাকা এবং জেলা সম্পর্কে কিছুটা জেনে যাওয়া ভালো।

4. পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প যেমন – শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী ইত্যাদি সম্পর্কেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। যেমন কত সালে শুরু হয়েছিল, কারা এই সুবিধা পায় ইত্যাদি। এছাড়াও সর্ব শিক্ষা মিশন থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

5. প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে কি কি পাঠ্যবই আছে এবং সেগুলির নাম ভালো করে জেনে রাখতে হবে।

6. এছাড়াও মিড-ডে-মিল প্রকল্প থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। যেমন প্রতি শিক্ষার্থীর মাথাপিছু কত গ্রাম করে চাল, ডাল, টাকা ইত্যাদি ধার্য করা হয়ে থাকে।

7. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনি কিভাবে তাদের প্রদান করবেন। অনেক সময় ইন্টারভিউ বোর্ডের সামনে ক্লাস করে দেখাতে হয়।

8. TLM এর সম্পূর্ণ কথা এবং আপনি পড়ানোর সময় কি কি TLM ব্যবহার করবেন। পড়াশোনায় পিছিয়ে পড়া একটি শিক্ষার্থীকে আপনি কিভাবে শেখাবেন।

9. আপনার বিদ্যালয় যদি কোন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে, তাহলে সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পড়াশোনা ক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন।

10. এছাড়াও শিশু মনস্তত্ত্ব দেখে বেশ কিছু প্রশ্ন করা হয়ে থাকে। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে বিস্তারিত ধারণা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল মনে রাখতে হবে।

11. বর্তমানে করোনা পরিস্থিতিতে, কয়েক মাস বিদ্যালয় বন্ধ আছে। তাই আপনি কিভাবে আপনার শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা দান করবেন। যেখানে অনলাইনে শিক্ষাদান সম্ভব নয় সেখানে আপনি কি করতে পারেন।

12. আপনি কেন একজন প্রাথমিক শিক্ষক হতে চান?

13. এছাড়াও বেশকিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য – খেলাধুলা সম্পর্কিত, ‌ আন্তর্জাতিক ইত্যাদি ইন্টারভিউ-এ জিজ্ঞাসা করা হয়ে থাকে।

Generally these types of questions asked on the WBBPE Primary TET Interview. Always be confident about yourself and must be humble to the interview Board. If you do not know any answer, politely say.

ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের কাছে কখনোই হিরো হওয়ার চেষ্টা করবেন না এবং তাদের কখনোই বোকা বানাতে যাবেন না। কারণ তাঁরা প্রত্যেকেই অনেক বেশি অভিজ্ঞ ব্যক্তিত্ব। আপনার অচিরেই হয়তো তাঁরা আপনার চালাকি বুঝে ফেলবেন।

Read More, Practise WB Primary TET Online Free Mock Test and Suggestive Questions

Dress Code for Primary TET Interview

There no specific dress code for West Bengal Primary TET Interview. But you must try to follow some basic rules about your dressing for this interview.

  1. চেষ্টা করবেন ফর্মাল ফুল হাতা জামা এবং ফর্মাল প্যান্ট পরতে। কোন ধরনের t-shirt বা জিন্স পড়বেন না।
  2. মহিলাদের ক্ষেত্রে, শাড়ি অথবা চুড়িদার পরায় শ্রেয়।
  3. জামা অথবা শাড়ি/চুড়িদারের রং যেন হালকা হয়। কোন প্রকার উগ্র ও গাঢ় রঙের জামা কাপড় পড়বেন না।
  4. ছেলেরা জামার সাথে ম্যাচ করে কালো অথবা অন্য রঙের ফরমাল প্যান্ট পরতে পারেন।
  5. চেষ্টা করবেন ফর্মাল বুট/শু পরার।
  6. হাতে অবশ্যই রিস্ট ওয়াচ পড়বেন।
  7. ইন্টারভিউয়ের সময় অবশ্যই মাস্ক পড়ে থাকবেন।
  8. ইন্টারভিউ-এ ঢোকার সময় শোয়েটার বা জ্যাকেট না পরে যাওয় ভালো।
  9. কোনরকম সানগ্লাস বা টুপি ইন্টারভিউয়ের সময় পরবেন না।

Try to follow these tips at the time of your West Bengal Primary TET Interview. Don’t panic or don’t be over confidence. Try to keep your body and mind normal.

অনেকেই হয়তো আপনাকে বেশ কিছু খারাপ কথা বা বেশ কিছু ভালো কথা বলবে। আপনাকে ডি-মোটিভেট করার চেষ্টা করতেই পারে। সেসব কথায় কান না দিয়ে নিজের প্রস্তুতি চালিয়ে যান এবং নিজেকে ইন্টারভিউর জন্য তৈরি করুন।

Date, time and venue for the interview will be informed to the candidates through email and SMS. This year interview process will start from 10th January 2021 and continue upto 17th January 2021.

These are some common but important information about West Bengal Primary TET Interview process. You can also follow the WBBPE official website for more details. Share it on social media to help others. You can also post your query in the below comment box.

WB Primary TET Online Mock Test
Share on:

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and loves to create & shares study-related content on the internet. I always try to serve you the best and correct information.

Leave a Comment