WBJEE GNM ANM Model Question Paper & Suggestions – Online MCQ Practice

Download WBJEE GNM ANM Model Question Paper with the latest question pattern. WBJEE GNM previous year question paper download. Practice WBJEE GNM ANM Online Mock Test with all the important questions.

Practice West Bengal GNM ANM Nursing entrance exam question papers and subject wise MCQ questions with answers. Follow the below instructions for these MCQ questions.

Read More, the complete syllabus of the WBJEE GNM Exam.

[ এখানে মোট ৫০ টি MCQ প্রশ্ন আছে। প্রশ্ন সংখ্যা ১ থেকে ৪৩ পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান ১ এবং প্রতিটি প্রশ্নে কেবলমাত্র একটি উত্তর সঠিক। ]

1. দ্বি-সংকর জননের F2 জনুতে কতগুলি জিনোটাইপ দেখা যায়?

a) 3

b) 6

c) 9

d) 1

2.পায়রার লেজের পালককে বলে –

a) রেমিজেস

b) বার্ব

c) বার্বিউল

d) রেক্ট্ৰিসেস

3. বহুবিভাজন দেখা যাই –

a) হাইড্রয়

b) প্লাসমোডিয়ামে

c) মস

d) ফার্নে

4. একজন স্বাভাবিক মহিলার জনন কোষের ক্রোমোজোম সংখ্যা –

a) 23A + XX

b) 22A + XX

c) 23A + A

d) 22A + X

5. Bt-তুলো প্রদত্তগুলির কোনটির প্রতিরোধক্ষম ?

a) লবন

b) আগাছানাশক

c) পতঙ্গ

d) খরা

6. নিম্নলিখিত কোন ব্যক্তি ‘চিপকো আন্দোলন‘-এর নেতৃত্ব দিয়েছিলেন ?

a) এস বহুগুনা

b) অমৃতা দেবী

c) সেলিম আলি

d) মহাত্মা গান্ধী

7. কোন ধাতুর প্রভাবে ‘মিনামাটা‘ রোগ হয় –

a) আর্সেনিক

b) পারদ

c) ক্যাডমিয়াম

d) লেড

8. হিমোফিলিয়া আক্রান্ত পিতা ও স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভবনা হলো –

a) 100%

b) 75%

c) 50%

d) 25%

9. একটি মিশ্রগ্রন্থি হল –

a) থাইরয়েড

b) অ্যাড্রিনাল

c) অগ্ন্যাশয়

d) পিটুইটারি

10. নিচের কোনটি সঠিক –

a) G1+S = ইন্টারফেজ

b) S+G2 = ইন্টারফেজ

c) G1+G2 = ইন্টারফেজ

d) G1+S+G2 = ইন্টারফেজ

11. রেড পান্ডা সংরক্ষণ করা হয় –

a) সিঙ্গালিলা জাতীয় উদ্যানে

b) কানহা জাতীয় উদ্যানে

c) গির জাতীয় উদ্যানে

d) সুন্দরবন জাতীয় উদ্যানে

12. অম্ল বৃষ্টির জন্য দায়ী নয় –

a) NO2

b) SO2

c) CFC

d)CO2

13. নিচের কোনটি সেক্স ক্রোমোজোমের বৈশিষ্ট নয় –

a) মানুষের ক্ষেত্রে এর সংখ্যা ২

b) দেহগত বৈশিষ্ট ধারণ করে

c) মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ করে

d) মহিলাদের ক্ষেত্রে ‘XX’ এবং পুরুষদের ক্ষেত্রে ‘XY’ ধরণের হয়

14. নিচের কোন কাজটি CSF (Cerebrospinal fluid) করে –

a) বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ

b) করোটি মধস্ত সুনির্দিষ্ট চাপ রক্ষা করে

c) খাদ্যগ্রহন নিয়ন্ত্রণ

d) প্রতিবর্ত টান নিয়ন্ত্রণ

15. নিচের কোনটি সঠিক –

a) কোষদেহ → স্নায়ু স্পন্দন গ্রহণ

b) ডেনড্রন → স্নায়ু স্পন্দন প্রেরণ

c) অ্যাক্সন → স্নায়ু স্পন্দন গ্রহণ

d) a) কোষদেহ → স্নায়ু স্পন্দন গ্রহণ ও প্রেরণ

16. LPG গ্যাসের মূল উপাদান হল –

a) বিউটেন

b) ইথেন

c) বিউটানোন

d) মিথেন

17. অবতল দর্পন দ্বারা কোনো বস্তুর সদবিম্ব সৃষ্টি করতে গেলে বস্তুকে রাখতে হবে –

a) ফোকাসে

b) বক্রতা কেন্দ্রে

c) 2f দূরত্বে

d) বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে যে-কোন জায়গায়

18. একটি 3 Ω ও একটি 6 Ω রোধ সমান্তরাল সমবায়ে যোগ করলে, তাদের তুলাঙ্ক রোধ কত হবে ?

a) 3 Ω

b) 2 Ω

c) 4.5 Ω

d) 9 Ω

19. প্রদত্ত মৌল গুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় –

a) Au

b) Fe

c) Bi

d) Co

20. ওলিয়াম-এর রাসায়িনক সংকেত হল –

a) H2SO3

b) H2S2O3

c) H2S2O7

d) H2S3O7

21. অ্যাসিটোন যৌগে কার্যকরী মূলক হল –

a) >C=O

b) -CHO

c) -COOH

d) -OH

22. গাড়িতে উত্তল দর্পন ব্যবহার করা হয় কারণ –

a) দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য

b) দৃষ্টিশক্তি কমানোর জন্য

c) দৃষ্টিশক্তি একই রাখার জন্য

d) কোনোটিই নয়

23. Observe the two italicized words in the following two sentences and give your observation by choosing any one option below.

I> We should not interfere in one’s personal affairs. II> The personnel of civil services are a proud lot.

a) Only sentence-I is correct.

b) Only sentence-II is correct.

c) Bothe sentences I and II are correct.

d) Neither sentence-I nor sentence-II is correct.

24. The past tense of rewind is

a) rewinded

b) rewounded

c) rewound

d) None of the above

25. Fill in the blank with the suitable preposition:

He presided ___ the meeting.

a) over

b) at

c) in

d) of

26. Select the correct spelling:

a) Accommodition

b) Accomodation

c) Acommodation

d) Accommodation

27. Fill in the blank with a suitable article.

‘La Gioconda’ (Mona Lisa) is ___ unique work of art.

a) the

b) a

c) an

d) this

28. Change the voice of the verb and select the correct answer:

‘The script is being written.’

a) Write the script.

b) They are writing the script.

c) The script will have to be written.

d) They have been writing the script.

29. ‘Cinema’ may be used with

a) Cooking

b) Theater

c) Selling

d) Sleeping

30. Choose the word opposite in meaning to the word underlined below :

The darkness covered the whole countryside.

a) Light

b) Stillness

c) Noise

d) Science

31. এক ব্যক্তি একটি ব্যাঙ্কে 100টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা | বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার-

a) 10%

b) 20%

c) 5%

d) 10.5%

32. কোন সংখ্যা দুটির যোগফল 135 ; একটির 20% = অপরটির 25% হলে সংখ্যা দুটির বিয়োগফল কত ?

a) 11

b) 17

c) 15

d) 19

33. পরপর তিনটি পূর্নসংখ্যার যোগফল সর্বদা কত দ্বার বিভাজ্য হয় ?

a) 2

b) 4

c) 3

d) 5

34. কোনো ব্যাবসাতে A, B ও C-এর মূলধনের অনুপাত 5:6: 8 এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1। তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত? ?

a) 25:18:8

b) 5:6:8

c) 12:9:8

d) 8:4:1

35. যদি 18 জন লোক 42 দিনের মধ্যে 140 মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে পারে। তাহলে 100 মিটার দীর্ঘ দেওয়াল তৈরি করতে তাদের কতদিন লাগবে ?

a) 30 দিন

b) 21 দিন

c) 27 দিন

d) 24 দিন

36. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল ?

a) নিউয়র্কে

b) লাহোরে

c) সানফ্রান্সিসকোতে

d) টোকিওতে

37. WHO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) নিউয়র্ক

b) জেনেভা

c) দিল্লী

d) কাঠমান্ডু

38. ভারত ও আফগানিস্তান এর সীমারেখা কি নামে পরিচিত ?

a) ডুরান্ড লাইন

b) ম্যাকমোহন লাইন

c) রাডক্লিপ লাইন

d) লাইন অফ কন্ট্রোল

39. হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তাকে ?

a) নারায়ণ গঙ্গোপাধ্যায়

b) নারায়ণ রয়

c) মেরি শেলি

d) নারায়ণ দেবনাথ

40. কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে ?

a) অন্ধ্রপ্রদেশ

b) উত্তর প্রদেশ

c) মধ্যপ্রদেশ

d) মহারাষ্ট্র

41. একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, যদি ‘BADGE’ লেখা হয় ‘4281410’ হিসেবে, তাহলে সেই একই সাংকেতিক ভাষায় ‘NORMS’ কিভাবে লেখা হবে?

a) 2832362436

b) 2430362630

c) 1415181320

d) 2830362638

42. আজ বৃহস্পতিবার হলে 59 দিন পরে কী বার হবে ?

a) রবিবার

b) বৃহস্পতিবার

c) শুক্রবার

d) শনিবার

43. চারটি বিকল্প থেকে একটি উপযুক্ত চিত্র নির্বাচন করো যা চিত্র ম্যাট্রিক্স সম্পূর্ণ করবে।

WBJEE GNM ANM Model Question Paper & Suggestions - Online MCQ Practice 1

a) 1

b) 2

c) 3

d) 4

[প্রশ্ন সংখ্যা ৪৪ থেকে ৫০ পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান ২ এবং প্রতিটি প্রশ্নে এক বা একের অধিক উত্তর সঠিক ]

44. নিচের কোনটি / কোন গুলি অ্যাক্সন-এর গঠনগত বৈশিষ্ট –

a) মায়োলিন সিদ

b) স্বয়ান কোষ

c) নিজিল দানা

d) নিউরিলেম্মা

45. নিচের কোনটি / কোনগুলি ফুসফুসে ক্যান্সারের লক্ষন ?

a) শ্বাসকষ্ট এবং ওজন হ্রাস

b) ওজন বৃদ্বি

c) কাশির সাথে রক্ত পড়া

d) মলের সাথে শ্লেষ্মা নির্গমন

46. অ্যাড্রিনালিন হরমোনের কাজ হল –

a) অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে

b) হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি করে

c) কলা-কোষে গ্লুকোজ বিশোষণ বৃদ্ধি করে

d) রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়

47. নিচের মধ্যে কোনটি /কোনগুলি ভাইরাস জনিত রোগ –

a) ম্যালেরিয়া

b) AIDS

c) ইবোলা

d)টিউবারকুলেসিস

48. নিচের কোনটি /কোনগুলি ক্ষারীয় মৃত্তিকা মৌল –

a) Sr

b) Ca

c) Mg

d) Ba

49. X-রশ্মির বৈশিষ্ট –

a) প্রতিপ্রভা সৃষ্টি করে

b) তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট, কম্পাংক খুব উচ্চ

c) এক্সরের ভেদন ক্ষমতা কম

d) এক্সরে আর সাধারণ আলোর মধ্যে প্রধান পার্থক্য হল এদের তরঙ্গ দৈর্ঘ্যে

50. জিংক এর আকরিক –

a) মেলাকোনাইট

b) ক্যালামাইন

c) ফ্রাঙ্কলিনাইট

d) আজুরাইট

Read More, WBJEE GNM ANM Online Mock Test

Read More, List of GNM Nursing Schools in West Bengal and number of seats

Share on:

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and loves to create & shares study-related content on the internet. I always try to serve you the best and correct information.

2 thoughts on “WBJEE GNM ANM Model Question Paper & Suggestions – Online MCQ Practice”

Leave a Comment